দূর্বা ঘাসের উপকারিতা
দূর্বাঘাস আমাদের অতি পরিচিত।সু-স্বাস্থ্যের
ক্ষেত্রে এটি অত্যন্ত পরিচিত উপকারী।
চুলের রক্ষায়ঃ
চুল পড়া বন্ধের জন্য একটি পাত্রে এক লিটার নারিকেল তেল মৃদু তাপে জাল করে ফেনা ফেলে নিই।তারপর দূর্বা ঘাসের টাটকা রস ২শ মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে ফের জাল দিতে হবে।চুলা থেকে নামিয়ে সংরক্ষণ করতে হবে।গোসলের ১ঘন্টা আগে ওই তেল চুলে মাখতে হবে।নিয়মিত ২-৩
মাস ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবেই।
বমি বন্ধেঃ
বমি বমি ভাব বন্ধের জন্য দুর্বা ঘাসের রস ২ থেকে ৩
চামচ ১চা চামচ চিনিতে মিশিয়ে ১ঘন্টা পরপর খেতে হবে।বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে।
রক্তপাত বন্ধেঃ
দুর্বা ঘাস চিবিয়ে কেটে যাওয়া স্থানে লাগিয়ে দিলে রক্তপাত বন্ধ হয়ে যায়।এছাড়াও দুর্বার শিকড় ব্যবহার করলে বেশী উপকার পাওয়া যায়।
আমাশয় নিরাময়েঃ রক্তক্ষরণ, কেটে যাওয়া, চুল পড়া, চর্মরোগ, দন্তোগ
ও আমাশয়ে উপকারী
দুর্বাঘাস।আমাশয়ে দুর্বা ঘাসের রস ২ থেকে ৩
চামচ ডালিম পাতা কিংবা ডালিমের ছালের রস ৪ থেকে ৫
চামচ মিশিয়ে প্রতিদিন ৩ থেকে ৪
বার খেতে হবে।এভাবে ১০ থেকে ১৫ দিন খেলে আমাশয় ভালো হয়ে যাবে।
“সমাপ্ত”
No comments:
Post a Comment