তুলসী গুণাগুণ
আসছে বর্ষা ঋতু।প্রচন্ড গরমের পর বৃষ্টির কারণে আমাদের শরীর
অনেক সময় খারাপ হয়।অধিকাংশ মানুষ সর্দি কাশি হালকা জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হন।এ
অবস্থায় আমরা সামান্য অসুস্থতাজনিত সমস্যাগুলো দূর করতে পারি।আর এজন্য রয়েছে তুলসীগাছের
অতুলনীয় গুণ।এ পাতায় রয়েছে ঔষধি গুণাগুণ ও রোগ নিরাময়ের ক্ষমতা।ত্বকের যত্নেও এ পাতার
ভূমিকা রয়েছে।
তুলসী পাতার নানা গুণঃ
তুলসী পাতা সেদ্ধ করে চায়ের মত পান করলে ম্যালেরিয়া ডেঙ্গু
প্রভৃতি অসুখ থেকে রক্ষা পাওয়া যায়।জ্বর হলে তুলসী পাতা এবং দারুচিনি মেশানো চা পান
করতে হয়।গরম পানিতে তুলসী পাতা সেদ্ধ করে নিয়ে সেই পানি পান করলে গলা ব্যাথা দ্রুত
সেরে যাবে।স্রদি কাশি থেকে মুক্তি পেতে চাইলে তুলসী পাতা ৫ মিনিট চিবিয়ে রসটি গিলে
ফেলুন।তুলসী পাতার রস প্রতিদিন ১ গ্লাস করে খেলে কিডনীতে পাথর জমে যায়।তাহলে তুলসী
পাতার রস টানা ছয় মাস খেলে সেই পাথর প্রসাবের
সঙ্গে বেরিয়ে আসে।তুলসী পাতা পানিতে ভিজিয়ে রাখল পানি দূষণমুক্ত হয়।
তুলসী পাতার রসে প্রচুর ক্লোরোফিল থাকায় নিয়মিত খেলে কোষ্ঠকঠিন্য দূর হয়।তুলসর বীজ সারা রাত ভিজিয়ে সকালে খেলে প্রসাবের জ্বলাপোড়া কম হয়।ত্বকে ব্রনের সমস্যা সমাধানের একটি সহজ ও অন্যতম উপায় হল তুলসী পাতা।এছাড়া নানা রকম এলার্জি হলে তুলসী পাতা পেস্ট করে ত্বকে লাগান তাহলে সমসা অনেক কমে যাবে।পোকামাকড় কামড়ালে তুলসীর রস আক্রান্ত স্থানে লাগালে ব্যাথা উপশম হয়।হাম ও সদ্য বসন্তের দাগ তুলতে তুলসী পাতার রস ব্যবহার করা যায়।পতিদন সকালে পানের সাথে তুলসর শেকড় চবিয়ে খেলে দেহ মনে সজীবতা ফিরে আসবে।ত্বক পুড়ে গেলে নাকল তেলের সাথে তুলসী পাতার রস লাগান পোড় দাগ আর থাকবে না।সপ্তাহে দুই তিনদিন আমলকীর রসের সাথে তুলসীর রস চুলের গোড়ায় লাগান খুশকী দূর হবে।প্রতিদিন চার থেকে পাঁচটি তুলসী পতা চিবিয়ে খেলে মুখর দূর্গন্ধ দূর হয়ে যাবে।
তুলসী পাতার রসে প্রচুর ক্লোরোফিল থাকায় নিয়মিত খেলে কোষ্ঠকঠিন্য দূর হয়।তুলসর বীজ সারা রাত ভিজিয়ে সকালে খেলে প্রসাবের জ্বলাপোড়া কম হয়।ত্বকে ব্রনের সমস্যা সমাধানের একটি সহজ ও অন্যতম উপায় হল তুলসী পাতা।এছাড়া নানা রকম এলার্জি হলে তুলসী পাতা পেস্ট করে ত্বকে লাগান তাহলে সমসা অনেক কমে যাবে।পোকামাকড় কামড়ালে তুলসীর রস আক্রান্ত স্থানে লাগালে ব্যাথা উপশম হয়।হাম ও সদ্য বসন্তের দাগ তুলতে তুলসী পাতার রস ব্যবহার করা যায়।পতিদন সকালে পানের সাথে তুলসর শেকড় চবিয়ে খেলে দেহ মনে সজীবতা ফিরে আসবে।ত্বক পুড়ে গেলে নাকল তেলের সাথে তুলসী পাতার রস লাগান পোড় দাগ আর থাকবে না।সপ্তাহে দুই তিনদিন আমলকীর রসের সাথে তুলসীর রস চুলের গোড়ায় লাগান খুশকী দূর হবে।প্রতিদিন চার থেকে পাঁচটি তুলসী পতা চিবিয়ে খেলে মুখর দূর্গন্ধ দূর হয়ে যাবে।


No comments:
Post a Comment