জবা ফুলের উপকারীতা
আমাদের অনেকর প্রিয় ১টি ফুল জবা।এই ঝোপ জাতীয় গাছ সাধরণত সাত-আট
ফুট উচ্চতায় হয়ে থাকে।জবা ফুল ঠোঙ্গা আকৃতির পঞ্চমুখি ও থোকা আকারের হয়ে থাকে।
ঔষধি গুণাগুণঃ
জবা ফুলের নানা ঔষধি গুণ আমরা জানব।
হঠাৎ কোন কুখাদ্য খাওয়া হয়ে গেলে যেটা খেতে অভ্যস্ত নয় আবার
অজান্তে মাছি, চুল অথবা এ ধরণের কোন জিনিস পেটে গিয়েছে এর পরিণতিতে বমির উদ্রেগ হয়,
কিন্তু হচ্ছে না এক্ষেত্রে ৪/৪ বা ৫টি জবা ফুল নিয়ে বোঁটার সংগে যে সবুজ ক্যালিকাস
অংশ থাকে এই অংশটাকে পানি ও চিনি পরিমাণ মত দিয়ে চটকে সরবত দিনে ২/১ বার খেলে বমি হয়ে
পেট থেকে ওগুলি সব বের হয়ে যাবে।
ঘন ঘন প্রসাবঃ
যারা
প্রচুর পরিমাণ পানি পান করে আবার ঘন ঘন প্রসাব করে অথচ ডায়াবেটিস রোগী নয় এক্ষেত্রে
জব গাছের ছালের রস ১কাপ পানি সাথে পরিমাণ মত চিনিসহ মিশিয়ে ৭/৮ দিন খেলে পকার পাওয়া
যায়।
টাক পোকা রোগঃ
চুল
স্বাভাবিক আছে অথচ ফাঙ্গাশে কিছু জায়গা চুল উঠে ওখানে লাগালে কিছু দিনের মধ্যে চুল
উঠে যাবে।এক দুইটা ফুল বেটে ৭/৮ দিন যে কোন সময় লাগাতে হবে এবং দুই এক ঘন্টা রাখতে
হবে।অথবা
চোখ ওঠাঃ
চোখের কোনে ক্ষত হয়ে পুঁজ পড়েছে।সেক্ষেত্রে
জবা ফুল বেটে চোখের ভিতরটা বাদ দিয়ে চোখের উপর ও নিচের পাতায় গোল করে লগিয়ে দিলে উপকার
পাওয়া যায়।দিনের যে কোন সময় ১/২টা ফুল বেটে ৭/৮ দিন লাগাতে হবে এবং ১ ঘন্টা রাখতে হবে।
হাতের তালুতে চামড়া ওঠাঃ
শীতকালে হাতের তালুতে চামড়া উঠে খসখসে হয়ে
গেলে জবা ফুল তালুতে মাখলে খুব উপকার পাওয়া যায়।দিনে ২/৩ বার দুই একটা ফুল হাতের মধ্যে
ডলে ডলে লাগাতে হবে।তালুত লাগিয়ে স্বাভাবিক কাজ কর্ম করা যাবে।যতক্ষণ সম্ভব রাখতে হবে।
“সমাপ্ত”
No comments:
Post a Comment