Tuesday, February 23, 2016

সকলের পছন্দের একটি সবজি পালংশাক


শীতের মৌসুমে আমাদের অনেকের একটি প্রিয় সবজি পালংশাকএটি মানব শরীরের জন্য অত্যন্ত উপকারিনিম্নে আমরা জানব এর উপকারিতা

পালংশাকের খাদ্যগুণঃ 

প্রতি গ্রাম পালংশাকের কার্বোহাইড্রেট থাকে প্রায় . গ্রাম, প্রোটিন থাকে . গ্রাম, ফ্যাট থাকে . থেকে . গ্রামএছাড়া রয়েছে বিভিন্ন ভিটামিন সহ ক্যালসিয়াম আয়রন ফসফরাস ফ্যাটি এসিড

উপকারিতাঃ 

পালংশাক পেট পরিষ্কার রাখতে অপরিহার্যতাছাড়া রক্ত তৈরীতে সাহায্য করেদৃষ্টিশক্তি বাড়ায়ক্যান্সার প্রতিরোধক প্রতিষেধক হিসাবে পালংশাক অপরিহার্যপালংশাকের রস দিয়ে কুলকুচি করলে গলা জ্বালা কমে যায়হার্টের সুখেও উপকারীও বটেকিডনীতে পাথর থাকলে তা গুঁড়ো করতে সাহায্য করেদেহ ঠান্ডা স্নিগ্ধ রাখতে পালংশাক অতি প্রয়োজনীয়অনেকের মেদ বৃদ্ধি দূর্বলতায় হাঁফ ধরে তাদের পালংশাকের রস খেলে উপকার হয়পালংশাক কোষ্ঠকাঠিন্য দূর করেকাঁকড়া, বিছে, বোলতা, মৌমাছি বিষাক্ত পোকা হুল ফোটালে শাকের শেকড় বেটে প্রলেপ দিলে ফোলা যন্ত্রনা কমে যায়ডায়াবটিস রোগীদের পালংশাক খাওয়া দরকার

                   “সমাপ্ত



                                  

                      

No comments:

Post a Comment