Sunday, February 21, 2016

টক ফল করমচার মিষ্টি গুণাগুণ

 

করমচা খুবুই জনপ্রিয় টক জাতীয় ফলছোট আকৃতির রঙ্গিন ফলটি আচারে এবং ফল হিসাবে নানান বিচারসু-স্বাস্থ্য ফলে রয়েছে উন্নতমানের অনেক পুষ্টিগুণকাঁটায় ভরা ফলের গাছ থেকে এখন শহরেও চাষ করা হয়করমচা পুষ্টিগুণে যেমন সমৃদ্ধ তেমনি আছে রোগ প্রতিরোধ ক্ষমতা
পুষ্টিগুণ করমচাঃ প্রতি গ্রাম করমচাতে রয়েছে এনার্জি ৬২ কিলোক্যালারী, কার্বোহাইড্রেট ১৪ গ্রাম, প্রোটিন . গ্রাম, ভিটামিন ৪০ আইইড, ভিটামিন সি ৩৮ মিলিগ্রাম, রিবোফ্লেভিন, আয়রন . মিলিগ্রাম, নিয়াসিন . মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১৬ মিলিগ্রাম, পটাসিয়াম ৬০ মিলিগ্রাম এবং কপার . মিলিগ্রাম
উপকারিতা করমচাঃ কমচায় চর্বি এবং ক্ষতিকর কোলেস্টরল থাকে নাভিটামিন সি ভরপুর করমচা মুখে রুচি ফিরিয়ে দেয়শরীরের অভ্যন্তরীন রক্তক্ষরণ কমাতেও সাহায্য করেযকৃত কিডনীর রোগ প্রতিরোধে আছে বিশেষ ভূমিকামৌসুমি সর্দি জ্বর কাশিতে করমচা খানকরমচা কৃমিনাশক হিসাবে ওষুধের বিকল্প হিসাবে কাজ করেএছাড়া পেটের নানা অসুখের দাওয়াই করমচাশরীরের ক্লান্তি দূর করেকরমচা শরীরকে চাঙা রাখেবাত রোগ কিংবা ব্যাথা জনিত জ্বর নিরাময়ে করমচা খুবুই উপকারীকরমচাতে থাকা ভিটামিন চোখের জন্য ভীষণ উপকারীকরমচা ত্বক ভালো রাখে রোগ প্রতিরোধ কার্যকরকরমচায় থাকায় ভিটামিন সি দাত মাড়ির সুরক্ষা দেয়যকৃত কিডনীর রোগ প্রতিরোধে করমচা সহায়তা করেএর পটাসিয়াম শরীরের দূষণ বহিস্কার করণে সহায়তা করেডায়াবেটিস হার্টের রোগীদের জন্য করমচা খুবুই উপকারীকরমচাতে উপস্থিতি ভিটামিন বি গাঁয়ের চুলকানিসহ ত্বকের নানা রোগ প্রতিরোধে সহায়তা করেশরীরের ক্লান্তি বার বার হাই তোলা থেকে মুক্তি পাবার জন্য কমচার রস বেশ কাজ দেয়করমচার অনেক গুণ যার কোন বিকল্প নাইএটি অতুলনীয়

                  “সমাপ্ত

No comments:

Post a Comment