
শশা অনেক স্বাস্থ্যসম্মত একটি সবজী।আমাদের দেহের সুস্থতায় এর উপকারিতা অনেক বেশী।রূপচর্চা থেকে শুরু করে রান্না সালাদ, জুস এমন অনেক ভাবেই শসা আমরা ব্যবহার করে থাকি।তাছাড়া শসাতে আছে ভিটামিন সি, বি২,
বি৩, বি৫,
বি৬, ফলিক এসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রণ ও জিংঙ্ঙ্ক।যে
কোন জিনিস যদি প্রাকৃতিক ভাবে পরিষ্কার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন শসা।শসা গোল করে কেটে কটে নিয়ে সেখান থেকে এক টুকরা নিয়ে যে কোন কিছু পরিষ্কার করার কাজে ব্যবহার করুন।শসা শুধু জিনিসের ময়লা দূর করবে না চাক চিক্য ও বৃদ্ধি করবে।বাসার দেওয়ালে যদি কোন দাগ থেকেও থাকে তাও পরিষ্কার করা সম্ভব এই শসা দিয়ে।

শশা অনেক স্বাস্থ্যসম্মত একটি সবজী।আমাদের দেহের সুস্থতায় এর উপকারিতা অনেক বেশী।রূপচর্চা থেকে শুরু করে রান্না সালাদ, জুস এমন অনেক ভাবেই শসা আমরা ব্যবহার করে থাকি।তাছাড়া শসাতে আছে ভিটামিন সি, বি২,
বি৩, বি৫,
বি৬, ফলিক এসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রণ ও জিংঙ্ঙ্ক।যে
কোন জিনিস যদি প্রাকৃতিক ভাবে পরিষ্কার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন শসা।শসা গোল করে কেটে কটে নিয়ে সেখান থেকে এক টুকরা নিয়ে যে কোন কিছু পরিষ্কার করার কাজে ব্যবহার করুন।শসা শুধু জিনিসের ময়লা দূর করবে না চাক চিক্য ও বৃদ্ধি করবে।বাসার দেওয়ালে যদি কোন দাগ থেকেও থাকে তাও পরিষ্কার করা সম্ভব এই শসা দিয়ে।
নিঃশ্বাসের দূর্গন্ধ দূর করেঃ নিয়মিত শসা খেলে নিঃশ্বাসে দূর্গন্ধ দূর হয়ে যাবে।শসার গুণ বলে শেষ করা সম্ভব নয়।
জুতো পরিষ্কার করুন শসা দিয়েঃ জুতোর উজ্জলতা বৃদ্ধি করতে ও এর ময়লা
দূর করতে শসা ব্যবহার করে পারেন।এক টুকরো শসা নিয়ে জুতোর চারপাশে ঘসলে জুতা অনক পরষ্কর ও চকচক করবে।ক কথায় বলা যায় শসার কোন বিকল্প নাই।শসা বেশী নিজে খান এবং অপরকে খাওয়ার সু
পরামর্শ দিন।
No comments:
Post a Comment